চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে তেল ট্যাঙ্কারের সংঘর্ষ, নিখোঁজ ১০

সিঙ্গাপুর উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজের সঙ্গে মার্কিন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজের সংঘর্ষে ৫ নৌবাহিনী নাবিক আহত হয়েছে। নিখোঁজ আছে আরও ১০ জন। মার্কিন নৌবাহিনী এ তথ্যটি নিশ্চিত করেছে।

বিবিসি জানায়, ইউএসএস জন এস ম্যাককেইন নামের ওই যুদ্ধজাহাজটি সিঙ্গাপুরের পূর্বদিকে যাত্রা করছিল। সেদিকের বন্দরে নিয়মিত সিডিউল অনুযায়ী নোঙ্গর করার জন্য প্রস্তুতি নেয়ার সময়ই সেটি লাইবেরিয়ার পতাকাযুক্ত তেলের ট্যাঙ্কারটিকে ধাক্কা দেয়।

স্থানীয় সময় সোমবার ভোর ৫.২৪-এ (বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ৩.২৪) সংঘর্ষটি ঘটে। প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে, যুদ্ধজাহাজের বামদিক বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে, তাদের জাহাজ বর্তমানে নিজস্ব ব্যবস্থায়ই চলছে এবং সিঙ্গাপুর বন্দরের দিকে এগিয়ে যাচ্ছে।

নিখোঁজদের খুঁজে বের করার জন্য বড় পরিসরে উদ্ধার অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে বিবিসি। মার্কিন সামরিক হেলিকপ্টারের পাশাপাশি সিঙ্গাপুর নৌবাহিনী ও কোস্টগার্ড উদ্ধার অভিযান চালাচ্ছে। মালয়েশিয়াও এই কাজে অংশ নিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

অন্যদিকে সংঘর্ষের শিকার ট্যাঙ্কার আলনিক এমসি’র সামনের দিকের একটি  ট্যাংকে আঘাত লেগেছে। ট্যাংকটি পানি থেকে ৭ মিটার ওপরে। তবে সংঘর্ষে ট্যাংকারের কোনো ক্রু’র কোনো ক্ষতি হয়নি বা সমুদ্রে তেল ছড়ানোর ঘটনাও ঘটেনি।মার্কিন নৌবাহিনী-জাহাজ-সিঙ্গাপুর-তেলের ট্যাঙ্কার

ট্র্যাকিং ওয়েবসাইট মেরিনট্রাফিক জানিয়েছে, ট্যাঙ্কারটির অবস্থান স্থানীয় সময় সোমবার সকাল, অর্থাৎ দুর্ঘটনার প্রায় ৯০ মিনিট পর পর্যন্ত ছিল মালয়েশিয়ার জোহর প্রদেশের পূর্ব উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে।

আলনিক এমসি মোটামুটি ৩০ হাজার টন ধারণক্ষমতা সম্পন্ন, যা ইউএসএস জন এস ম্যাককেইনের ওজনের তিনগুণ। ৬শ’ ফুট লম্বা তেলবাহী জাহাজটি মার্কিন মিসাইল ডেস্ট্রয়ারের চেয়ে সামান্য লম্বা (৫০৫ ফুট)। একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ট্যাঙ্কারটিতে আসলে তেল ভরা ছিল না। ট্যাঙ্কারটি প্রায় খালি ছিল।

সাম্প্রতিক সময়ে এই নিয়ে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কোনো জাহাজ সংঘর্ষে পড়ল। এর আগে গত জুনের মাঝামাঝি সময়ে জাপান উপকূলে একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ফিজজেরাল্ডের সংঘর্ষের পর থেকে নিখোঁজ ওই জাহাজের ৭ সেনার মরদেহ উদ্ধার করা হয়। সংঘর্ষে নৌবাহিনীর জাহাজের দুমড়ে মুচড়ে যাওয়া অংশ থেকে উদ্ধারকারীরা নিখোঁজ ওই সাত ক্রু’র মরদেহ উদ্ধার করে।