চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনের ধারা নিয়ে রুল জারি

মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনের তিনটি ধারা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

ধারাগুলো হচ্ছে, মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইন, ১৯৯৯ এর ২(গ), ৩, ও ৬।

বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রুল জারি করেন।

স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

সেই সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন সংক্রান্ত বিধি না করায় বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।