চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মানবতাবিরোধী অপরাধ: বাগেরহাটের ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে

মানবতাবিরোধী অপরাধ মামলায় বাগেরহাটের ১৩ জনের বিরুদ্ধে আনীত অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, লুটপাট ও অগ্নিসংযোগের মত মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ আনা হয়েছে।

বুধবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা অভিযোগ আমলে নেয়ার আদেশ দেন।

এই মামলার পরবর্তী শুনানি আগামী ৭ আগস্ট।

আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন মোখলেসুর রহমান বাদল ও সাবিনা ইয়াসমিন মুন্নী। আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী গাজী এম এইচ তামিম।

আসামিদের মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন খান আকরাম হোসেন (৬০), শেখ মোহম্মদ উকিল উদ্দিন (৬২), ইদ্রিস আলী মোল্লা (৬৪), মো. মকবুল মোল্লা (৭৯)। তাদের সবাইকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আর পলাতক ৯ জন আসামি হলেন খান আশরাফ আলী (৬৫), সুলতান আলী খান (৬৮), মকছেদ আলী দিদার (৮৩), শেখ ইদ্রিস আলী (৬১), শেখ রফিকুল ইসলাম বাবুল (৬৪), রুস্তম আলী মোল্লা (৭০), মো. মনিরুজ্জামান হাওলাদার (৬৯), মো. হাশেম আলী শেখ (৭৯), মো. আজাহার আলী শিকদার (৬৪)।