চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মানবতাবিরোধী অপরাধ: নেত্রকোনার ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

মানবতাবিরোধী অপরাধ অভিযোগের মামলায় নেত্রকোনার চার জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে রাষ্ট্রপক্ষ। ওই চার জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়া হবে কি না সে বিষয়ে আদেশের জন্য আগামী ১৪ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

অভিযুক্ত চারজন হচ্ছেন, নেত্রকোনার দুর্গাপূরের মো. খলিলুর রহমান, তার ভাই মো.আজিজুর রহমান, আশক আলী এবং মো. শাহনেওয়াজ।

এদের মধ্যে খলিলুর রহমান ছাড়া বাকী সবাই গ্রেফতার রয়েছেন। এই চারজনের বিরুদ্ধে নির্যাতন,অপহরণ, ধর্ষণ সহ পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন ৩ বিচারপতির বেঞ্চে বুধবার রাষ্ট্রপক্ষ অভিযোগ দাখিল করে।

এসময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর রানা দাস গুপ্ত ও তুরিন আফরোজ। আর আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান।

গত ৩০ জানুয়ারি এই ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ প্রকাশ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।