চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মানবতাবিরোধী অপরাধে মৌলভীবাজারের ৪ জনের বিচার শুরু

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের মো: আকমল আলী তালুকদারসহ ৪ জনের অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আগামী ৪ জুলাই এ মামলায় সাক্ষ্যগ্রহণ ও সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য দিন ধার্য করা হয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন ৩ বিচারপতির ট্রাইব্যুনাল রোববার এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবুল কালাম। আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সুবহান তরফদার।

১৭ এপ্রিল এই মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল।

মামলার অন্য চার আসামি হলেন, আকমল আলী তালুকদার, আব্দুর নুর তালুকদার ওরফে লাল মিয়া(৬২), মো: আনিছ মিয়া(৭৬) ও মো: আব্দুল মোছাব্বির মিয়া। এদের মধ্যে মো: আকমল আলী তালুকদার গ্রেফতার রয়েছেন। অপর তিনজন পলাতক।

২০১৬ সালের ৩০ মে এই ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।