চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মাতৃভাষা দিবসে মাঠে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর ৮ হাজার সদস্য

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় নিরাপত্তা দেবে আইন-শৃঙ্খলা বাহিনীর ৮ হাজারের বেশি সদস্য। ঢাকার পুলিশ কমিশনার বলেছেন, গত বছরের মতো কোনো দল বা গোষ্ঠী বিশৃঙ্খলা করে জুতা পায়ে বেদীতে ওঠার চেষ্টা করলে, তারা যে দলেরই হোক ছাড় দেবে না পুলিশ।

আর মাত্র একদিন পরই অমর একুশে। মহান ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। নিরাপত্তার জন্য টাওয়ার আর সিসি ক্যামেরা বসানো হচ্ছে। নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই ক্যামেরার মাধ্যমে সব কিছু পর্যবেক্ষণ করা হবে।

নিরাপত্তা ব্যবস্থা দেখতে এসে ঢাকার পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, এবার

শহীদ মিনারের নিরাপত্তা পরিস্থিতি তদারকি করেন ডিএমপি কমিশনার

সিসি ক্যামেরার আওতাধীন এলাকা বাড়ানো হয়েছে।

ডিএমপি বলছে, শহীদ মিনার এলাকায় কোনো হুমকি না থাকলেও নিরাপত্তা ব্যবস্থায় কোনো ফাঁক-ফোকর থাকছে না।

দু’বছর আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কয়েকদিন পর টিএসসি এলাকায় সন্ত্রাসীরা লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে। ওই মামলার তদন্ত কাজ অনেকটা এগিয়েছে বলে দাবি পুলিশ কমিশনারের।

বিস্তারিত দেখুন ভিডিওতে:

https://www.youtube.com/watch?v=gZjyBW5P7mQ&feature=youtu.be