চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মরা নদী পরিযায়ী পাখির কলকাকলীতে এখনো মুখর

গোলাম মোস্তফা:

মেহেরপুরের মহাম্মদপুর মরা নদী পরিযায়ী পাখির কলকাকলীতে এখনো মুখর। স্থানীয় পাখিপ্রেমীদের কারণে এখানে কোনো শিকারী আসতে পারে না। এমনকি পাখিদের কেউ বিরক্তও করে না। নিরাপদ আবাসস্থল পাওয়ায় প্রতি বছরই পাখি বাড়ছে।

মেহেরপুরের গাংনীর এই মহাম্মদপুর মরানদী এখন ১শ’২৬ একরের জলাশয়। শীতের শুরুতেই এখানে পরিযায়ী পাখি আসে। এখনও পানিতে ভেসে আছে অসংখ্য পাখি, কেউ ব্যস্ত খুনসুটিতে।

স্থানীয়রা জানান, শিকারীদের কারণে মাঝে কয়েক বছর পাখি আসা বন্ধ ছিল। পাখিপ্রেমীদের উদ্যোগে মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। নিরাপদ পরিবেশে পেয়ে আবার আসছে পরিযায়ীরা।

প্রকৃতির অকৃত্রিম বন্ধু পাখির জন্য সব এলাকায় অভয়াশ্রম গড়ে তোলার আহ্বান জানান পাখিপ্রেমীরা।

পাখি রক্ষায় সরকারিভাবেও নানা উদ্যোগ নেয়ার কথা বলছেন প্রশাসনের এ কর্মকর্তা। শুধু পরিযায়ীই নয়, মহাম্মদপুর মরানদীর এ বিশাল জলাশয় দেশি পাখিরও অভয়াশ্রম হিসেবে গড়ে উঠেছে।

বিস্তারিত ভিডিও রিপোর্টে।

https://www.youtube.com/watch?v=nbPsCT7XlnA&feature=youtu.be