চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি থাকছে

বায়ুচাপের কারণে সারাদেশে বৃষ্টি ও বজ্রপাতপূর্ণ আবহাওয়া মঙ্গলবার পর্যন্ত থাকবে, এর পরে আবহাওয়া উন্নতির দিকে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দেশের ৪টি সমুদ্রবন্দরে দেখানো হয়েছে ৩ নম্বর সতর্কতা সংকেত। নিম্নচাপের কারণে ঢাকা থেকে ছেড়ে যাওয়া সব ধরণের নৌ চলাচল বন্ধ রয়েছে।

পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিআইডব্লিউটিএ এ নৌযান চলাচল বন্ধ রাখতে বলেছে। এতে করে বিপাকে পড়েছেন দক্ষিণাঞ্চলগামী মানুষ।

আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু ’এক জায়গায় অস্থায়ীভাবে  দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে মঙ্গলবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, পশ্চিমা লঘুচাপ ও পূবালি বাতাসের সংমিশ্রণ ও জলীয়বাষ্পপূর্ণ দখিনা বায়ু এ লঘুচাপের মূল কারণ। সারাদেশে দিন ও রাতের আবহাওয়া অপরিবর্তিত থাকবে।