চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভোলায় পানিতে লবণাক্ততা, একে একে মরছে মহিষ

হারূন উর রশীদ, ভোলা প্রতিনিধি :  ভোলার উপকূলীয় এলাকায় পানিতে লবণের পরিমাণ বেড়ে যাওয়ায় কৃষিকাজ ও গবাদি পশুপালনে সংকট দেখা দিয়েছে। বিশেষ করে সাগরপাড়ের বিভিন্ন এলাকায় গত কয়েক বছর ধরে আশংকাজনক হারে কমছে ফসল উৎপাদন।

ভোলার কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত মহিষ পালন। এ খাত থেকে বাথান মালিকরা বছরে আয় করেন কয়েক কোটি টাকা। বিভিন্ন চর ও বনাঞ্চলে খোলা আকাশের নীচে প্রাকৃতিক ঘাস খেয়েই মহিষ বেঁচে থাকে। কিন্তু লবণাক্ততায় ঘাস জন্মাতে না পারায় দুর্গম চরাঞ্চলের বাথানগুলোতে একে একে মারা যাচ্ছে মহিষ।

মনপুরা উপজেলার বিচ্ছিন্ন উপ-দ্বীপ চরনিজাম গ্রামে সাধারণ মানুষের ব্যবহৃত পুকুরে নামানো হচ্ছে বাথানের মহিষ। এতে বহু পুকুরের পানি মানুষের ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে, অভিযোগ স্থানীয়দের।

প্রাণি সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী ভোলায় ৯১ হাজার মহিষ আছে। এসব মহিষকে সুস্থভাবে টিকিয়ে রাখার ক্ষেত্রে তেমন কিছুই করণীয় নেই তাদের।

ভোলা চরাঞ্চলের চারনভূমিতে পুকুর কেটে মহিষের সুপেয় পানি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাথান মালিকরা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: