চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ভোলায় ঘূর্ণিঝড়ের কারণে দুর্ভোগে শতাধিক পরিবার

দ্বীপজেলা ভোলায় ঘূর্ণিঝড়ের কারণে খোলা আকাশের নিচে বসবাস করছে শতাধিক পরিবার। ঝড় থেমে গেলেও খাদ্য সংকট ও আশ্রয় না থাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে।

গত রোববার থেকে বুধবার টানা কয়েক দফা ভোলার ধনিয়া, ইলিশা এবং চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ও আসলামপুরসহ বিভিন্ন এলাকার ঘূর্ণিঝড় হওয়ায় ঘর বাড়ী ভেঙ্গে শতাধিক পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। এই ঘূর্ণিঝড়ে প্রাণ হারিয়েছেন ২জন।

সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে ভোলার ধনিয়া ইউনিয়নের কালাসুরা ও দড়িরামশংকর গ্রামের মানুষ। সরকারের পক্ষ থেকে কোন ত্রাণ সহায়তা আসেনি বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা। দুশ্চিন্তায় জনপ্রতিনিধিরাও।

শিগগিরই ক্ষতিগ্রস্তদের জন্য গৃহ নির্মাণের অর্থ বরাদ্দের আবেদন করা হবে বলে আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকতা।

দ্রুত কোন ব্যবস্থা নেয়া না হলে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছে জনপ্রতিনিধি ও সাধারন মানুষ।

বিস্তারিত দেখুন ভোলা প্রতিনিধি হারুন উর রশীদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র নিয়ে সাদিয়া ওমরের বিশেষ রিপোর্টে:

https://youtu.be/RkxxMQIqygw