চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

`ভুল ত্রুটি মানুষের হয়, সবার কাছে ক্ষমা চাচ্ছি’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পিকনিক অনুষ্ঠিত হয়েছে কয়েকদিন আগে। এবার পিকনিক ঘিরে ছিল নানা  বিভ্রান্তি। পিকনিকের ভুল ত্রুটি নিয়ে সহসভাপতি ওমর সানী ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন : 

ভুল ত্রুুটি মানুষের হয়। কিছু যে ভুল হয়নি তা কিন্তু নয়। মাঝখানে একটা কথা বলি, আমি ০৪.০৩.১৭ তারিখে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম। কত যে অসুস্থ ছিলাম তা আল্লাহপাক আর আমি জানি। পিকনিক সফল ভাবে হয়েছে।

এই পিকনিক নিয়ে অনেকই রাজনীতি করেছে।

পিকনিকে অনেক শিল্পী এসেছে অনেকেই আসতে পারেনি। আমি সবাইকেই ধন্যবাদ দিব। এই পিকনিক সফল করার পেছনে যারা আমাকে সহযোগিতা করেছে আরএফএল(ভিশন), ফরিদুর রেজা সাগর (চ্যানেল আই), চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, আফতাব বিন তমিজ (জেমস), আরেক “বড়ভাই” উনি ওনার নাম প্রকাশ করতে না করেছেন, তাই নাম প্রকাশ করলাম না। ক্যামেরাম্যান আব্দুল আজিজ এবং সর্বশেষ মৌসুমী। সবাইকে ধন্যবাদ।

আরও কিছু শিল্পীভাইদের কাছে আমি কৃতজ্ঞ, যারা রাতদিন পরিশ্রম করে এই পিকনিক সফল করেছে। তাদের সবার নাম বললাম না। সবশেষে একটা কথা বলি, ধন্যবাদ শাকিব খান ও অমিত হাসান।
আবারো বলছি, কিছু ভুল ত্রুুটি যদি মনের অজান্তে হয়ে থাকে, তার জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। ক্ষমা করবেন।
আমার জন্য দোয়া চাই।