চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ভুটানকে হারিয়ে পথ পরিষ্কার করতে চায় বাংলাদেশ

নেপালকে ৬-০ গোলে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের কিশোরীরা বেশ আত্মবিশ্বাসী। সংবাদ সম্মেলনে কোচ গোলাম রব্বানী ছোটন জানালেন, পরের ম্যাচে ভুটানকে হারিয়ে ফাইনালের পথ অনেকটা পরিষ্কার করতে চায় তার দল।

সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে রোববার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালকে নিয়ে রীতিমত ছেলেখেলা করেছে ছোটনের ছাত্রীরা। গোটা ম্যাচে গোল হতে পারত আরো বেশ কয়েকটি।

সুযোগ হাতছাড়া করা নিয়ে কোচ এতটুকু চিন্তিত নন, ‘দেখুন, গোল মিস নিয়ে আমাদের কোন মাথা ব্যথা নেই। অনেক বল বারে লেগেছে, বার ঘেঁষে চলে গেছে। অনেক গোল হতে পারতো। আসলে এগুলো ম্যাচেরই অংশ। আর আমার মেয়েদের কোন দুর্বলতা আজকে চোখে পড়েনি। থাকলে আমরা ভিডিও বিশ্লেষণ করে ঠিক করে নেব।’

মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ।

‘আমাদের প্রথম লক্ষ্য ছিল মাঠের দর্শকদের বিনোদন দেওয়া। ভাল ফুটবল খেলা। এখন আমরা ভুটানের বিপক্ষে ম্যাচটা জিততে চাই। তাতে আমাদের ফাইনাল পথ ৮০ শতাংশ পরিষ্কার হবে। তারপর আমরা ফাইনালের কথা চিন্তা করবো।’

গোল না পেলেও ম্যাচ সেরা স্বাগতিক খেলোয়াড় মনিকা চাকমা। এই মিডফিল্ডারের আক্ষেপ বড় জয়ের ম্যাচে একটি গোল থাকলেও থাকতে পারতো তার, ‘অনেক বল বারে লেগেছে। অল্পের জন্য মিস হয়েছে। আসলে একটা গোল আমার হতেই পারতো।’

মনিকা ম্যাচসেরা হলেও হ্যাটট্রিক এসেছে তহুরা খাতুনের পা থেকে। দুর্দান্ত ড্রিবলিং আর গতির জন্য নিজ গ্রামে ‘মেসি’খ্যাত ফরোয়ার্ড লাজুক কণ্ঠে জানিয়েছেন দলের জয়ে অবদান রাখতে পেরেই তিনি খুশি, ‘আমি আমার স্বাভাবিক খেলাটাই খেলতে চেয়েছি। সবাই যখন প্রশংসা করে, তখন খুবই ভাল লাগে। আমি আমার মতই খেলে যেতে চাই।’