চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভিলিয়ার্সের সঙ্গে নাম্বার ওয়ান সাউথ আফ্রিকাও

চার মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ঝড় তোলার পর ওডিআই র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন এবি ডি ভিলিয়ার্স। একই সঙ্গে ভারতকে হটিয়ে শীর্ষ স্থান দখল করেছে তার দল সাউথ আফ্রিকাও।

ভিলিয়ার্স এই নিয়ে ক্যারিয়ারে ১৪তম বারের মতো শীর্ষস্থান দখল করলেন। অন্যদিকে প্রথম বারের মতো বোলারদের তালিকায় শীর্ষে উঠেছেন পাকিস্তানের হাসান আলী। অলরাউন্ডারদের তালিকায় সাকিব আল হাসানকে সরিয়ে শীর্ষে উঠেছেন আরেক পাকিস্তানি মোহাম্মদ হাফিজ।

ওডিআই র‌্যাঙ্কিংয়ে সাউথ আফ্রিকা শীর্ষে উঠলেও তা ক্ষণিকের জন্য হতে পারে। জায়গা ধরে রাখতে হলে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষটিতে জিততে হবে তাদের।

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১০৪ বালে ১৭৬ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন ভিলিয়ার্স। প্রথম ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি।

ভিলিয়ার্স ২০১০ সালে প্রথম শীর্ষে ওঠেন। এখন পর্যন্ত ২১২৪ দিন শীর্ষে থাকলেন তিনি। এরচেয়ে বেশি দিন শীর্ষে থাকতে পেরেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস, ২৩০৬ দিন।

সর্বশেষ ঘোষিত র‌্যাঙ্কিংয়ে যথাক্রমে দুই এবং তিন নম্বরে আছেন বিরাট কোহলি এবং ডেভিড ওয়ার্নার। শ্রীলঙ্কার বিপক্ষে পরপর সেঞ্চুরি হাঁকিয়ে ক্যারিয়ার সেরা অবস্থান চার নম্বরে এসেছেন বাবর আজম।