চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভাস্কর্য অপসারণের প্রতিবাদে উত্তর আমেরিকায় সমাবেশ

সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য অপসারণ ও শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে গ্রেফতারের প্রতিবাদে সমাবেশের ডাক দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা শাখা।

স্থানীয় সময়  শুক্রবার সন্ধ্যা সাড়ে ৮টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটস-এর ডাইভারসিটি প্লাজায় এই সমাবেশের অনুষ্ঠিত হবে।

প্রতিবাদ সমাবেশে ‘আইন, ন্যায়বিচার ও মানবাধিকার নিশ্চিত করা এবং নৈতিকতার পতন রোধ করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ ফিরিয়ে আনার দাবি’তে এই সংগঠন সকলকে অংশগ্রহণের আহ্বান জানায়।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ন্যায়বিচারের প্রতীক হিসেবে স্থাপিত ভাস্কর্যটি বৃহস্পতিবার রাতের বেলা সরিয়ে নেয়া হয়। আগে থেকেই হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামী সংগঠন ভাস্কর্যটি সরানোর জন্য চাপ দিয়ে আসছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মাসে ভাস্কর্যটি অপসারণের প্রতিশ্রুতি দেন।

২০১৬ সালে ভাস্কর্যটি নকশা করেন মৃনাল হক। ১৮ই ডিসেম্বর এটি স্থাপন করা হয়।

ঘুষ নেয়ার অভিযোগে এক শিক্ষকের দায়ের করা মামলার প্রেক্ষীতে শ্যামল কান্তি ভক্তকে বুধবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

২০১৪ সালের ডিসেম্বরে ঘুষ নেয়ার অভিযোগে ২০১৬ সালের ২৭ জুলাই শ্যামল কান্তির বিরুদ্ধে মামলাটি করা হয়।

এর আগে, গত বছর ১৩ মে ধর্মীয় অবমাননার অভিযোগ শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছিত করা হয়। তখন সেখানে স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান উপস্থিতি ছিলেন।