চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভাষা বহন করে সাংস্কৃতিক পরিচয়

১৯৫২ থেকে ২০১৭ সাল। ভাষা আন্দোলনের পর ৬৫ বছর। সবচেয়ে বড় অর্জন ‘বাংলা ভাষা’র অধিকার ও আমাদের স্বাধীনতা। স্বাধীনতার পরও কেটে গেছে বহু বছর। বাংলা ভাষা-সাহিত্য নিয়ে গবেষণা, চর্চা ও বিকাশের জন্য রয়েছে বাংলা একাডেমি, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু প্রতিষ্ঠান। এতো কিছুর পরও সত্যিকার অর্থেই বাংলা কি পেয়েছে নিজের মর্জাদা? ভাষার মাসেই সরব গর্জন ভাষার শুদ্ধতা, মান রক্ষার? সারা বছরতো তেমন গুঞ্জন শোনা যায় না।  এ বিষয়ে চ্যানেল আই অনলাইন কথা বলে বিশিষ্টজনদের সাথে। তাদের বক্তব্যে উঠে আসে ‘বাংলা ভাষা’ নিয়ে তাদের চিন্তা ও নানা অর্জনের গল্প। বাংলা ভাষা নিয়ে বিভিন্ন সংকট উত্তোরণের  বেশ কিছু দিক-নির্দেশনাও পাওয়া যায়।

বিস্তারিত দেখুন ডিজিটাল শর্টে।