চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভালো মানুষ হিসেবে স্মরণীয় হতে চান মোস্তাফিজ

শুধু ভালো ক্রিকেটার নন, মোস্তাফিজ একজন ভালো মানুষ হিসেবেও স্মরণীয় হয়ে থাকতে চান। আইপিএল খেলতে যেয়ে টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ফিজ।

‘সফলতাকে কখনো সেভাবে মাথায় ঢুকতে দেই না। আপনারা অনেক বড় হতে বলেন, বলেন আমি গ্রেট ট্যালেন্ট। এসব আমি কিছুই ভাবি না।’ বলেন মোস্তাফিজ।

‘যদি আমি বড় ক্রিকেটার নাও হতে পারি, তবে অন্তত ভালো মানুষ হিসেবে স্মরণীয় হতে চাইবো।’

জাতীয় দলে অভিষেকের পর থেকে মোস্তাফিজ ক্রিকেট বিশ্বের বিস্ময় হিসেবে হাজির হয়েছেন। প্রথম মৌসুমে আইপিএল খেলতে যেয়ে সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন বানিয়েছেন। এই মৌসুমে একটি ম্যাচে মাঠে নেমেছেন।

টি-টুয়েন্টি ক্রিকেট সম্পর্কে মোস্তাফিজের ভাবনা, ‘এই ধরনের ক্রিকেটে আপনার ভ্যারিয়েশন দরকার। প্রত্যেক বোলারের বিশেষ কিছু বল থাকে। কিন্তু সফলতা পেতে আপনার ডেলিভারির ওপর নির্ভর করতে হয়।’