চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ভারতের জনপ্রিয় প্রদর্শনীতে বাংলাদেশি দুই প্রতিষ্ঠানের অংশগ্রহণ

ভারতের সবচেয়ে পরিচিত হোম ফ্যাশনের কর্ণধারদের নিয়ে চতুর্থ বারের মতো আয়োজিত ‘হিমটেক্সটাইল ইন্ডিয়া এবং অ্যাম্বিয়ন্ত ইন্ডিয়ায়’ অংশ নিয়েছে বাংলাদেশের দুই প্রতিষ্ঠান। বিশ্বের সবচেয়ে বড় মেলার আয়োজক সংগঠন জার্মানির ‘মেসে ফ্রাঙ্কফুর্ট’ এই প্রদর্শনীর আয়োজন করেছিল।

প্রতিষ্ঠানটির বাংলাদেশ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশি প্রতিষ্ঠান আরএফএল প্লাস্টিক এবং মুন্নু সিরামিক এই মেলায় অংশ নেয়।

বাংলাদেশ ছাড়াও এতে অংশ নিয়েছে ভারত, চীন, কোরিয়া, নেপাল এবং থাইল্যান্ড থেকে ১৮০টিরও বেশি প্রতিষ্ঠান। মেলায় প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরণের গৃহসজ্জা সামগ্রী, লাইফস্টাইল এবং গৃহসজ্জা পণ্য প্রদর্শন করেছে।

২০ থেকে ২২ জুন পর্যন্ত চলা এই প্রদর্শনীতে প্রায় সাড়ে ৮ হাজার ক্রেতা ও দর্শনার্থীর সমাগম হয়েছে।

২০১৮ সালের জুন মাসে ভারতে আবারও হিমটেক্সটাইল এবং অ্যাম্বিয়ন্ত অনুষ্ঠিত হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে আগামি ফেব্রুয়ারি মাসে জার্মানির ফ্রাঙ্কফুর্টে অ্যাম্বিয়ন্ত অনুষ্ঠিত হবে।