চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বয়লার বিস্ফোরণ: ফ্যাক্টরি মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ চেয়ে লিগ্যাল নোটিশ

গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকার পোশাক কারখানা মাল্টি ফ্যাবস লিমিটেডে বয়লার বিস্ফোরণ ঘটনায় কর্তব্য অবহেলা, মেয়াদোত্তীর্ণ বয়লার ব্যবহার করা এবং বন্ধের দিন শ্রমিকদের কাজে যোগ দিতে বাধ্য করা এবং বিস্ফোরণে ১৩ জন নিহত হওয়ার ঘটনায় ফ্যাক্টরি মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ চেয়ে একটি লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সাইফুর রহমান স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, গাজীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং জয়দেব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বরাবর এই নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, ‘ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি রিপোর্ট দেয়ার আগেই মামলা করার অর্থ হলো অপরাধ ধামাচাপা দেয়া। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ থেকে বঞ্চিত করা।

তাই ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে কারাখানার মালিক, জিএম, ম্যানেজারকে আসামি করে এই নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মামলা দায়ের করে গ্রেফতারের ব্যবস্থা করুন, নিহতদের বিরুদ্ধে দায়ের করা জয়দেবপুর থানার মামলার কার্যক্রম স্থগিত করুন এবং আহতদের সুচিকিৎসা এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করুন।’

‘অন্যথায় বিবাদীদের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে মামলা করতে বাধ্য হবো,’ বলে নোটিশে উল্লেখ করা হয়।