চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ব্রেক্সিটের প্রভাবে অ্যাপল ল্যাপটপের মূল্য বৃদ্ধি

ব্রেক্সিটের প্রভাব পড়তে শুরু করেছে যুক্তরাজ্যের অর্থনীতিতে। সর্বশেষ উদাহরন হিসেবে-এখন থেকে বর্ধিত দামে যুক্তরাজ্যের বাজার থেকে অ্যাপলের ল্যাপটপ কিনতে হবে ব্রিটিশদের।

যুক্তরাজ্যের প্রভাবশালী অনলাইন সংবাদ দ্যা গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

যুক্তরাজ্যের বাজারে দাম বাড়ার কারণ হিসেবে বলা হচ্ছে: এখন থেকে ইউরো নয়, যুক্তরাজ্যের বাজারে অ্যাপলের যেকোন নতুন পণ্য আসবে ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের মুদ্রা বিনিময় নীতির আওতায়।  মূলত এ কারণেই বাড়তি টাকা গুনতে হচ্ছে ব্রিটিশদের।

গতকালই (২৭ অক্টোবর) যুক্তরাজ্যের বাজারে এসেছে অ্যাপল ম্যাক-প্রো ল্যাপটপের নতুন তিনটি ভার্সন। যেগুলোতে অ্যাপল তার বর্তমান প্রযুক্তির আধুনিকায়ন করেছে।

১৩ ইঞ্চি অ্যাপল ম্যাকবুক এয়ারকে বলা হচ্ছে এখনকার সময়ে অ্যাপলের সব থেকে কম মূল্যের অ্যাপল ল্যাপটপ। যারা দাম শুরু ৯৪৯ পাউন্ড থেকে। যেটা একদিন আগেও যুক্তরাজ্যে পাওয়া যেতো ৮৪৯ ডলারে।