চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ব্রহ্ম‏পুত্র পাড়ে গড়ে উঠেছে শিল্পাচার্য জয়নুল উদ্যান

ময়মনসিংহে ব্রহ্ম‏পুত্র নদ পাড়ে প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে শিল্পাচার্য জয়নুল উদ্যান। তবে উদ্যান সংলগ্ন নদ পাড় ও শহর রক্ষা বাঁধে এরইমধ্যে ভাঙ্গন দেখা দিয়েছে। পাড় সংস্কারে দ্রুত উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন পরিবেশকর্মীরা। একইসঙ্গে উদ্যানের সৌন্দর্য বাড়াতে আরো বেশি দেশি গাছ লাগানোর পরামর্শ তাদের।

ব্রহ্ম‏পুত্র নদ পাড়ের এই উদ্যানের মূল আকর্ষণ এর প্রাকৃতিক পরিবেশ। ছায়া সুনিবিড় পরিবেশে বসে নদের সৌন্দর্য উপভোগের জন্য প্রতিদিন মানুষের ভিড় জমে। এটি এখন শহরবাসীর প্রধান বিনোদন কেন্দ্র ও আড্ডাস্থল।

জেলা প্রশাসন ও বনবিভাগের সহযোগিতায় শিল্পাচার্য জয়নুল আবেদীন উদ্যান ও পার্কটি গড়ে তুলেছে ময়মনসিংহ পৌরসভা। তবে, উদ্যান সংলগ্ন নদ পাড়ের কিছু এলাকা ও পার্শ্ববর্তী শহর রক্ষা বাঁধে ভাঙ্গনের কারণে উদ্বেগ আছে।

উদ্যানে দেশি গাছের বনায়ন এবং বসার জায়গা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। উন্নয়নে নানা উদ্যোগ নেয়ার কথা বলছে কর্তৃপক্ষ। শিশুদের জন্য আলাদা একটি পার্ক করার কথাও জানান পৌর মেয়র।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: