চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ব্যস্ত রাস্তায় হঠাৎ ধস

চেন্নাইয়ের অন্যতম প্রধান এবং ব্যস্ততম সড়ক আন্না সালাই-য়ের একটি অংশ রবিবার হঠাৎ ধসে পড়ে, এতে আটকে যায় দুইটি গাড়ি। রবিবারের এই ঘটনায় গাড়ির যাত্রীরা নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয় বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেন। রাস্তা দেবে যাওয়ার জন্য আন্ডারগ্রাউন্ড মেট্রো লাইন নির্মাণকাজকে দায়ী করেছেন রাজ্য অর্থমন্ত্রী।

তামিল নাড়ুর রাজধানী চেন্নাই শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক বলা হয় আন্না সালাই-কে। রবিবার দুপুর আড়াইটার দিকে সড়কটির যে অংশ দেবে যায়, সেখানে আন্ডারগ্রাউন্ড মেট্রো নির্মাণ কাজ চলছিলো। রাস্তা ধসে সৃষ্ট গর্তে আটকে পড়ে বাসসহ দুইটি গাড়ি। দুর্ঘটনার দেড় ঘন্টার মধ্যেই ফায়ার সার্ভিসের একটি বিশাল ক্রেনের সাহায্যে গাড়ি দুটি উদ্ধার করা হয়। ক্ষতিগ্রস্থ সেই পথ এখন বন্ধ রয়েছে, বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।

মেট্রো রেল কাজের প্রভাবেই এমনটি হয়েছে উল্লেখ করে তামিল নাড়ুর অর্থমন্ত্রী ডি জয়কুমার বলেন, এটা আমাদের জন্য একটি শিক্ষা। এই গর্ত ঠিক করে আগামীকাল বিকেলের মধ্যেই গাড়ি চলাচল স্বাভাবিক করা হবে বলে জানান তিনি।

ভুগর্ভস্থ খননের জন্য মাটি শিথিল হয়ে পড়েছিলো বলে এমন দুর্ঘটনা বলে ধারণা মেট্রো নির্মাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।