চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর চালের দাম কমানোর অাশ্বাস

লাগামহীন চালের বাজারের ঊর্দ্ধগতি টেনে ধরতে সারাদেশের শীর্ষ চাল ব্যবসায়ী নেতাদের সঙ্গে মঙ্গলবার দুপুরে খাদ্য মন্ত্রণালয়ে বৈঠকে বসেছিলেন খাদ্য, বাণিজ্য ও কৃষিমন্ত্রী মন্ত্রণালয়ের তিন মন্ত্রী।

ওই আলোচনায় অংশ নিয়ে ব্যবসায়ীরা বলেন, সংকট কাটাতে চাল আমদানির শুল্ক দেরিতে কমানো, চাল ও ধান সংগ্রহে সরকারের দাম অনেক কম হওয়াসহ নানা কারণে এবার চালের দাম বৃদ্ধি পেয়েছে।

বাজার স্থিতিশীল রাখতে চাল ব্যবসায়ীদের সকল দাবি মেনে নিয়েছে সরকার। এরফলে চালের মূল্য কেজি প্রতি দুই টাকা কমবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। সচিবালয়ে চাল ব্যবসায়ীদের নিয়ে তিন মন্ত্রণালয়ের বৈঠকে, কেউ কেউ চালের বাজার বৃদ্ধিতে মিডিয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।

আলোচনার শুরুতেই খাদ্যমন্ত্রী জানতে চান, দেশে চালের পর্যাপ্ত মজুদ থাকার পরও কেন চালের দাম বাড়ছে। সংকট কাটাতে যেকোন উপায়ে চাল আমদানি করতে ব্যবসায়ীদের নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী।

চালের বাজারে কারসাজির জন্য অভিযুক্ত বাংলাদেশ রাইস মিল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক লায়েক আলীও উপস্থিত ছিলেন এই বৈঠকে।

বাজারমূল্য স্থিতিশীল রাখতে বুধবার থেকে উপজেলা পর্যায়ে ওএমএস চালু করার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য মন্ত্রণালয়।