চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বুন্দেসলিগা জিতে ইতিহাসে কার্লো আনচেলত্তি

ভলফসবুর্গকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে টানা পঞ্চমবারের মতো বুন্দেসলিগার শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। সেই সঙ্গে দলটির কোচ কার্লো আনচেলত্তি ইতিহাসের অংশ হয়েছেন। এই নিয়ে ইউরোপের শীর্ষ পাঁচটি লিগে পাঁচটি ভিন্ন ক্লাবের হয়ে টুর্নামেন্ট জিতলেন, যার মধ্যে লিগ শিরোপা চারটি। কেবল লা লিগা জেতা হয়নি রিয়ালের হয়ে।

বিশ্বফুটবলের কোনও কোচ এই রেকর্ডের ধারেকাছেও নেই। মরিনহোর আছে তিনটি দেশের শিরোপা জেতার রেকর্ড। গার্দিওলার দুই দেশের।

সেখানে আনচেলেত্তি জিতেছেন- ইটালির কোপা ইটালিয়া ও সিরি আ, এসি মিলানের হয়ে; ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ এবং এফএকাপ, চেলসির হয়ে। ফ্রান্সের লিগ ওয়ান, পিএসজির হয়ে। স্পেনের কোপা ডেল রে, রিয়াল মাদ্রিদের হয়ে। সর্বশেষ বায়ার্নের হয়ে বুন্দেসলিগা।

বায়ার্নের বড় জয়ে এদিন জোড়া গোল করেন লেভানডোভস্কি। এছাড়া একটি করে গোল করেন, ডেভিড আলভা, থমাস মুলার, আরিয়েন রোবেন ও জসুয়া কিমিচ।

ক্লাবের ইতিহাসে এটা বায়ার্নের ২৭তম লিগ শিরোপা। চলতি মৌসুমে লিগে এখন পর্যন্ত ৩১ ম্যাচ খেলে মাত্র দুটিতে হেরেছে তারা। জিতেছে ২২টি, সাতটি ড্র।