চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিসিবির ত্রাণ নিয়ে মানিকগঞ্জে সাকিব

মানিকগঞ্জের ঘিওরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ত্রাণ কার্যক্রমে অংশ নেন ক্রিকেটার সাকিব আল হাসানও।

সোমবার বিকেলে স্থানীয় ডি এন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দুই হাজার বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বন্যাদুর্গত দুই হাজার পরিবারের মাঝে ত্রাণের প্যাকেট তুলে দেয়া হয় বিসিবির পক্ষ থেকে। প্যাকেটের মধ্যে ছিল চাল, ডাল, চিড়া, চিনি, সাবান, খাবার স্যালাইন, তেল, বিস্কুট, আটা ও লবণ।

ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও ক্রিকেট বোর্ডের পরিচালক নাঈমুর রহমান দুর্জয়, বিসিবির গ্রাউন্ডস কমিটির ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন, কিউরেটর গামিনি ডি সিলভা।

গত ২৫ আগস্টও বানভাসি মানুষদের পাশে দাঁড়ায় বিসিবি। সেসময় উত্তরাঞ্চলের জেলা সিরাজগঞ্জে প্রায় আড়াই হাজার বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। বন্যাপরবর্তী পুনর্বাসনে সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা অনুদানও দেয় বিসিবি।