চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বিশ্বগণমাধ্যমে বাংলাদেশের ঐতিহাসিক জয়

বাংলাদেশের শততম টেস্টে শ্রীলঙ্কার হেরে যাওয়ার খবর বিশ্বগণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়েছে।

রোববার ম্যাচ জয়ের পরপরই ভারতের শীর্ষ গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ‘শততম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম জয় তুলে নিল বাংলাদেশ’ এমন শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটিতে তামিম এবং সাব্বিরের জুটির প্রশংসা করা হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের প্রতিবেদনে শিরোনাম করেছে- শ্রীলঙ্কাকে টেস্টে প্রথমবারের মতো হারাল বাংলাদেশ, জয় পেল ১০০তম টেস্টে। এই প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশ হলো ক্রিকেট ইতিহাসের চতুর্থ দল যারা নিজেদের শততম টেস্টে জয় পেয়েছে। এর আগে অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ এই কীর্তি গড়ে। এখানে বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিমের ভূয়সী প্রশংসা করা হয়।

কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকা বাংলাদেশের শততম টেস্ট জয় নিয়ে পাঁচটি প্রতিবেদন প্রকাশ করেছে।

তারা লিখেছে গলের প্রতিশোধ কলম্বোয়, শততম টেস্ট ঐতিহাসিক করে রাখল বাংলাদেশ, স্বাধীনতার মাসে শততম টেস্ট জয়, উৎসবে মেতে উঠেছে গোটা বাংলাদেশ। চতুর্থটি শততম টেস্ট: বাংলাদেশ ছাপিয়ে গেল ভারত, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, দঃ আফ্রিকাকে। পঞ্চমটি টাইগারদের জয়ে উচ্ছ্বসিত হাসিনা, ফোনে জানালেন অভিনন্দন।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে বাংলাদেশের জয়ের প্রশংসা করে। ‘টাইগারদের শততম টেস্ট জয়’ শিরোনামের সেই প্রতিবেদনে তামিম ইকবাল, সাব্বির রহমান এবং অধিনায়ক মুশফিকুর রহিমের প্রশংসা করা হয়।

আরেক দৈনিক ডেইলি মেইল শিরোনাম করেছে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ।

ক্রিকেট অস্ট্রেলিয়ার অনলাইনে বলা হয়েছে কলম্বোতে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়।

স্প্যানিশ গণমাধ্যম মার্কাতেও স্থান পেয়েছে টাইগারদের শততম টেস্ট জয়ের খবর। খেলাধুলা বিষয়ক ট্যাবলয়েড সংবাদপত্রটি তাদের অনলাইন ভার্সনে ‘১০০তম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় শিরোনামে’ এক প্রতিবেদনে জয়ের বিস্তারিত বিবরণ তুলে ধরে।