চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিদ্রুপের মুখে পড়েও অনড় জিদান

এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে ০-৩ গোলে বিধ্বস্ত হওয়ার পর নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে দাঁড়িয়ে সমর্থকদের বিদ্রুপ শুনতে হয়েছে রিয়াল মাদ্রিদে কোচ জিনেদিন জিদানকে। কিন্তু বিদ্রুপের মুখে পড়েও নিজের জায়গায় অনড় ফরাসি কিংবদন্তি।

জিদান বলছেন, এই ফলের পরেও দলে বড় কোনও পরিবর্তন করার প্রয়োজনীয়তা তিনি দেখছেন না, ‘এখনই এই নিয়ে বিশাল হইচই করার কোনও মানে হয় না। হ্যাঁ, আমরা তিন গোল খেয়েছি। জঘন্য ভাবে হেরেছি। কিন্তু তার মানে এই নয় যে সব কিছু বদলে দিতে হবে।’

দারুণ শুরুর পর এমন পরিণতি নিয়ে তার একটাই আক্ষেপ, ‘আমরা ভাল শুরু করেছিলাম। প্রধমার্ধে দারুণ লড়াইও হয়েছিল। সে জন্য এই হারটা আরও খারাপ লাগছে।’

এই হার হজম করা কঠিন হলেও জিদান প্রথমার্ধের খেলায় যথেষ্ট ইতিবাচক দিক দেখতে পেয়েছেন, ‘আমরা একটা ভুল করেছি। আমাদের ডিফেন্সও ঠিক মতো খেলতে পারেনি। তবে ভেঙে পড়ার মতো কিছু হয়নি।’

এই হারের ফলে বার্সেলোনার চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে পড়ল রিয়াল। যদিও এক ম্যাচ কম খেলেছে তারা। তবুও ধরে নেয়া হচ্ছে এবারের লা লিগায় রিয়ালের প্রত্যাবর্তন প্রায় অসম্ভব। কিন্তু জিদান এখনই হাল ছাড়তে রাজি নন। তার বক্তব্য, ‘লিগ টেবিল যা-ই বলুক না কেন, আমরা লড়াই থেকে সরছি না। লিগ কিন্তু শেষ হয়ে যায়নি।’

ফেরার রাস্তাও দেখাচ্ছেন জিদান, ‘আমাদের এই হারটা ভুলে যেতে হবে। আমরা এখন ছুটিতে যাব। আমাদের পরিবারের সঙ্গে ছুটি উপভোগ করব। এই হারটা নিয়ে ভাবলে চলবে না। তার পর আমাদের ফিরে আসতে হবে।’

প্রথম একাদশ বাছা নিয়ে যে প্রশ্ন উঠেছে তা নিয়ে রিয়াল বস বলেন, ‘আমার যে দলটা সেরা মনে হয়েছে, সেটাই খেলিয়েছি।’