চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বিজয় দিবসে জয়া’র জয় বাংলা

এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এপার ওপার দুই বাংলাতেই তার সমান পদচারণ। মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমাতে তার অনবদ্য অভিনয় প্রশংসা কুড়িয়েছে সমালোচকদের। সম্প্রতি ভারতের বেশ কিছু চলচ্চিত্র উৎসবেও জয়ার অভিনয় করা ‘বিসর্জন’ ছবিটি বেশ প্রশংসা কুড়িয়েছে। অসাধারণ অভিনয়ের জন্য দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে পৃথকভাবে পুরস্কৃত করা হয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়া একটা স্ট্যাটাস দিয়ে লিখেন-
‘আজ সাত-চল্লিশতম বিজয় দিবস। পশ্চিমা বিশ্বের চোখে সত্তর দশকের তলা বিহীন ঝুড়ির দেশ বাংলাদেশ আজ পৃথিবীর তেত্রিশতম অর্থনৈতিক শক্তি। দক্ষিণ এশিয়ার সকল দেশকে পিছনে ফেলে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। এ অর্জন সম্ভব হয়েছে মুক্তিযোদ্ধাদের ও তিরিশ লক্ষ শহিদের রক্তের বিনিময় ও তিন লক্ষ বীরমাতাদের বিনিময়ে অর্জিত স্বাধীনতার জন্য। আজ আমরা মুক্তি-যুদ্ধোত্তর প্রজন্ম এই পরিচয় দিতে গৌরব অনুভব করি যে আমরা বাংলাদেশের নাগরিক। আমাদের পূর্বসূরিরা মায়ের ভাষার জন্য জীবন দিয়েছে স্বাধীনতা জন্য জীবন দিয়েছে। আজ তাই এই বিজয় দিবসে আনন্দ ও উচ্ছ্বাসের পাশাপাশি নিজ দায়িত্ব পালনে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হবার সময়। আমার প্রয়াত মুক্তিযোদ্ধা বাবার কাছে, মমতাময়ী মায়ের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ, হাজার বছরের বাঙালি সংস্কৃতির শুদ্ধ চর্চা আমি করবোই। আমরা সবাই মিলে মুক্তিযোদ্ধাদের স্বপ্ন সোনার বাংলা গড়বই। যেখানে থাকবেনা মানুষে মানুষে ভেদাভেদ,সংঘাত, অশান্তি। মূর্তিমান হয়ে উঠবে সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু’ ।

জয়া আহসানের স্ট্যাটাস
জয়া আহসানের স্ট্যাটাস থেকে