চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিজয়ের ৪৬ বছরে কলকাতায়ও উদযাপিত হবে ‘বিজয় উৎসব’

জমকালো আয়োজনে দেশের পাশাপাশি এবার কলকাতায়ও উদযাপিত হবে বাংলাদেশের ‘বিজয় উৎসব’। বিজয়ের ৪৬ বছরের আনন্দকে অটুট রাখতে মৈত্রীর বন্ধনে ১৫ ডিসেম্বর শুরু হতে যাওয়া বিজয় উৎসব মাতাবেন দুই দেশের খ্যাতিমান শিল্পীরা। কলকাতার উপ-দূতাবাস আয়োজিত ৫ দিনের এই উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই।

একাত্তরে এদেশের মুক্তিকামী মানুষের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিলো ভারতীয় সেনাবাহিনী। সে তো এখন ইতিহাসেরই অংশ। কিন্তু সে সময়টায় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সহযোগিতা আর শক্তি যোগানোর গল্প তা অনেকেরই অজানা।

মুক্তিযুদ্ধের সেই গল্পগুলো দু-দেশের নতুন আর পুরানো প্রজন্মের কাছে মনে করিয়ে দিতে ৫দিনের বিজয় উৎসব করবে কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাস। ‘বিজয় উৎসবের’ অন্যরকম এই আয়োজনে দুই বাংলার প্রখ্যাত শিল্পীদের নানামুখী অংশগ্রহণ থাকবে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সারাবিশ্বে ছড়িয়ে দিতে কলকাতার বুকে এই আয়োজনের মিডিয়া বন্ধু হিসেবে পাশে থাকছে চ্যানেল আই।

এই আয়োজনের মধ্য দিয়ে দু’দেশের সর্ম্পক এবং সাংস্কৃতিক বন্ধন নতুন মাত্রা পাবে এমন প্রত্যাশা দু’দেশের মানুষের।

আরও দেখুন ভিডিও রিপোর্টে: