চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিচার বিভাগকে চাপে রাখতে চায় আওয়ামী লীগ: রিজভী

ষোড়শ সংশোধনী বাতিলের রায় প্রকাশের পর আওয়ামী লীগ গদি হারানোর ভয়ে শঙ্কিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, বিচার বিভাগকে চাপে রাখতে নানামুখী তৎপরতা চালাচ্ছে আওয়ামী লীগ। বেসামাল হয়ে আওয়ামী লীগের নেতা ও মন্ত্রীরা ক্রমাগতভাবে বিচার বিভাগকে আক্রমণ করে হুমকি দিয়ে নৈরাজ্যকর বক্তব্য রাখছেন।

তিনি বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও স্বায়ত্বশাসনে বিশ্বাস করে না, তারা শুধুমাত্র আয়ত্তশাসনে বিশ্বাস করে। অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আয়ত্তে নিয়ে এখন উচ্চতর আদালতকে সম্পূর্ণরুপে আয়ত্তে নেয়ার জন্য তারা বেহুঁশ হয়ে পড়েছেন।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রধান বিচারপতির বাসায় নৈশ ভোজের নামে বৈঠকের পর রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, দলের সাধারণ সম্পাদক এবং অ্যাটর্নি জেনারেলের বৈঠক হয়, বৈঠকে তারা প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করার জন্য প্রচন্ড চাপ সৃষ্টি করছেন।

ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে বিতর্কিত করতে আওয়ামী লীগ ব্যর্থ হয়ে লবিষ্ট নিয়োগ করছে বলেও দাবি করেন রিজভী।
তিনি বলেন, সাবেক বিচারপতি খায়রুল হকসহ আরও কিছু লোক তাদের দলীয় লবিষ্ট হয়েই কাজ করছেন। ন্যায় বিচার প্রতিষ্ঠার কলঙ্ক তিলক হচ্ছে খায়রুল হক। এই ব্যক্তিটি অর্থের বিনিময়ে, চাকুরির বিনিময়ে নীতি, ন্যায্যতা ও ন্যায়বিচার ক্ষমতাসীনের পদতলে বিলিয়ে দিয়েছেন।

এসময় রিজভী উত্তরাঞ্চলে বন্যার্ত মানুষের সহযেগিতার পরিবর্তে আওয়ামী লীগ নেতারা বিএনপির বিরদ্ধে বিষোদগার করেই চলেছেন বলেও দাবি করেন রিজভী।