চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘বিএনপির মুখে বিচার বিভাগের সম্মান, ভূতের মুখে রামনাম’

প্রধানমন্ত্রীর বক্তব্যে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুন্ন হয়েছে বলে বিএনপি যে মন্তব্য করেছে, তার জবাবে আওয়ামী লীগ বলছে, বিএনপির মুখে বিচার বিভাগের সম্মান ভূতের মুখে রামনাম ছাড়া আর কিছুই না।

মঙ্গলবার বিএনপির সংবাদ সম্মেলন পরবর্তী প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মলনে ওবায়দুল কাদের বলেন: বিএনপি নেত্রী (খালেদা জিয়া) তার বিরুদ্ধে চলমান দুর্নীতি মালায় আদালতে হাজির না হওয়ার চূড়ান্ত নজির সৃষ্টি করছেন। তার দল আজ আদালতের সম্মানের কথা বলছেন!

তিনি বলেন: সাংবাদিক বন্ধুরা আপনারা খেয়াল থাকবেন, বিএনপি চেয়ারপার্সনেরর মঈনুল রোডের বাড়ি নিয়ে বিএনপির আইনজীবীরা আদালতে কি অবস্থার সৃষ্টি করেছিলো। যারা আজ আদালতের সম্মানের কথা বলছেন, তারাই সেদিন প্রধান বিচারপতির দরজায় লাথি মেরেছিলো।

আওয়ামী লীগের এমন রেকর্ড দেখাতে পাররবেন? প্রশ্ন রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন: জনগণের কাছে সাড়া না পেয়ে বিএনপি আজ ক্ষমতায় আসার অশুভ খেলা শুরু করেছে। আওয়ামী লীগ তাদের ফাঁদে পা দেবে না।

ষোড়শ সংশোধনীর যে রায় দিয়েছে সরকার তা পর্যালোচনা শেষে রিভিউয়ের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বিএনপির সামনে প্রশ্নরেখে কাদের বলেন: আওনারা যে ষোড়শ সংশোধনী নিয়ে ততো কথা বলছেন, রায়ে তো জিয়ার শাসনকে অবৈধ বলা হয়েছে। এ বিষয়ে তো আপনারা কিছু বলছেন না।