চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বান্ধবী হত্যার অভিযোগে পুনরায় আদালতে পিস্টোরিয়াস

মৃত্যু নিশ্চিত জেনেও বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে গুলি করেছিলেন প্যারালিম্পিক তারকা অস্কার পিস্টোরিয়াস। আজ সাউথ আফ্রিকার সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ এ রায় দিয়েছে। হত্যায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে আবার আদালতে উপস্থাপন করা হবে। সেখানে তার সাজা পুনর্নির্ধারণ করা হবে।

এর আগে ‘ব্লেড রানার’ পিস্টোরিয়াস ২০১৩ সালের ফেব্রুয়ারিতে বান্ধবীকে গুলি করে হত্যা করেন। হত্যার অপরাধে পিস্টোরিয়াসকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিলো। এর মধ্যে এক বছর সাজা ভোগের পর তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে।

পিস্টোরিয়াসের রায় পুনর্নির্ধারণ করেন দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের বিচারপতি লরিমার লিচের নেতৃত্বাধীন প্যানেল। এ বিষয়ে লরিমার বলেন, উচ্চ প্রযুক্তিসম্পন্ন একটি অস্ত্র হাতে থাকা পিস্টোরিয়াস অবশ্যই জানতেন, গুলিতে দরজার ভেতর থাকা লোক মারা যেতে পারেন। এর পরও তিনি গুলি করেছেন।

পিস্টোরিয়াসের আইনজীবীরা জানিয়েছেন, অনুপ্রবেশকারী ভেবে গুলি করেন পিস্টোরিয়াস। এক্ষেত্রে কার মৃত্যু হয়েছে আদালত তা বিবেচনায় নেয়নি।