চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বান্দরবানে আবারও পাহাড় ধসে নিখোঁজ ৩

প্রবল বর্ষণের কারণে রোববার দুপুরে বান্দরবানের রুমা বাজারে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। মাসখানেক আগের পাহাড় ধসের বিপর্যয় কাটিয়ে উঠতে না উঠতেই আবার নতুন করে পাহাড় ধসের শিকার হলো এই পার্বত্য এলাকা।

এবারের পাহাড় ধসের ঘটনায় এখনও পর্যন্ত ৩ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারের লক্ষ্যে ইতোমধ্যে ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু হয়েছে।

তবে এই ঘটনার পর থেকেই বান্দরবান-রুমা সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

এর আগে শনিবার বিকাল ৪টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রামু উপজেলা অংশের হিমছড়ি এলাকার খাড়া ঝর্ণাতে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে একজনের মৃত্যু হয়।

এর মাসখানেক আগে পার্বত্য এলাকায় ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় প্রাণ হারায় দেড়শতাধিক মানুষ।