চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাজারে টমেটোর কেমন দাম পাচ্ছে কৃষক

দিনাজপুরে এবার গ্রীষ্মকালীন নাবি জাতের টমেটোর ভালো ফলন হয়েছে। কিন্তু ন্যায্য বাজারমূল্য পাচ্ছেন না কৃষক। তাই অনেকের ক্ষেতেই নষ্ট হচ্ছে টমেটো।

গত বছর গ্রীষ্মকালীন নাবি জাতের টমেটোর দাম ভালো পাওয়ায় এবার কৃষক চাষ করেছেন প্রায় দ্বিগুন জমিতে।

সদর উপজেলার গাবুড়া, কাউগাঁ, পাঁচবাড়ী, জনতা মোড় ও কমলপুর এবং বিরল উপজেলার পলাশবাড়ী এলাকার ক্ষেত-খামার আর হাট-বাজারগুলোতে টমেটোর স্তুপ জমছে।

কম দামে পাইকার বা ক্রেতা টমেটো কিনলেও স্বস্তিতে নেই বিক্রেতারা। এখান থেকে প্রতিদিন অর্ধশত ট্রাক বোঝাই টমেটো যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে।

এ বছর জেলায় এক হাজার ছয়শ’ ১৩ হেক্টর জমিতে নাবি জাতের টমেটো আবাদের কথা জানিয়েছে কৃষি বিভাগ। জেলার সবচেয়ে বড় বাজার গাবুড়ায় টমেটো বিক্রি হচ্ছে একশ’ ২০ থেকে দুশ’ টাকা মণ দরে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: