চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাংলাদেশের তথ্য-প্রযুক্তিখাতের উন্নয়নে ১ হাজার কোটি টাকার চীনা ঋণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি বিভাগ) উন্নয়নে চীন ১ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক।

তিনি বলেন, আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশ আইসিটি সেক্টরে উন্নয়নের মাধ্যমে বিশ্বের অন্যতম অত্যাধুনিক ডিজিটাল দেশে পরিণত হবে এবং অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভুমিকা পালন করবে।

বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল ল্যাবের ব্যবহার এবং এর উন্নয়ন বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা পরিষদের সভাপতিদের মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।

জেলা প্রশাসক রাব্বী মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. ইলিয়াস, অতিরিক্ত জেলা প্রশাসক ছরোয়ার হোসেন, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার মাধ্যমে ডিজিটাল শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আইসিটি বিভাগ থেকে বিদ্যানিকেতন হাইস্কুলকে সম্মাননা দেয়া হয়।