চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাংলাদেশসহ সাত দেশের সঙ্গে সরাসরি বিশ্বকাপে শ্রীলঙ্কা

২০১৯ বিশ্বকাপে সরাসরি যে আট দল খেলবে তাদের নাম ঘোষণা করেছে আইসিসি। আগে মোটামুটি সাতটি দল চূড়ান্ত ছিল। এবার তাদের সঙ্গে যোগ হয়েছে শ্রীলঙ্কা।

বাংলাদেশ র‌্যাঙ্কিংয়ে সাতে থাকায় অনেকটাই নিশ্চিত ছিল সরাসরি বিশ্বকাপ খেলা। এবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আনুষ্ঠানিকভাবে সুসংবাদ জানাল বাংলাদেশসহ বাকি সাত দলকে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

বাংলাদেশ ছাড়াও সরাসরি বিশ্বকাপ খেলবে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আগামী বিশ্বকাপে সরাসরি খেলার শর্ত ছিল এ বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র‌্যাঙ্কিংয়ে সেরা আটে থাকা। মঙ্গলবার পর্যন্ত শেষ আটের লড়াইয়ে কাগজে-কলমে টিকেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে বুধবার ম্যানচেস্টারে পাঁচ ম্যাচের ওয়ানেড সিরিজের প্রথমটিতে ইংল্যান্ডের কাছে হেরে যাওয়ায় আইসিসির নির্ধারিত সময়ের আগে চূড়ান্ত হয়ে গেল র‌্যাঙ্কিংয়ে সেরা আট।

বাকি চার ওয়ানডে জিতলেও সাত নম্বরে থাকা বাংলাদেশ এমনকি আট নম্বরে থাকা শ্রীলঙ্কাকে টপকাতে পারবে না নয় নম্বরে থাকা দল ওয়েস্ট ইন্ডিজ। আইসিসি ঘোষিত সবশেষ র‌্যাঙ্কিং অনুযায়ী ৯৪ পয়েন্ট নিয়ে সাতে বাংলাদেশ, ৮৬ পয়েন্ট নিয়ে আটে শ্রীলঙ্কা, ৭৮ পয়েন্ট নিয়ে নয় নম্বরে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের সুযোগ এখনই শেষ হয়ে যায়নি। বাছাই পর্ব খেলে শীর্ষ দুই দলের মধ্যে থাকতে পারলে মূল লড়াইয়ে দেখা যাবে গেইলদের।

ইংল্যান্ডে ২০১৯ সালের ৩০ মে ১০ দলের অংশগ্রহণে শুরু হবে বিশ্বকাপ। তার আগে বাছাইপর্বে অংশ নেবে ওয়েস্ট ইন্ডিজ,  আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। সেরা দুটি দল সুযোগ পাবে বিশ্বকাপ খেলার।