চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বরগুনায় আমের বাগান করে সফল আম চাষি

বরগুনার বুড়িরচর ইউনিয়নের সোনাখালী গ্রামে দুই একর জমিতে বিভিন্ন প্রজাতির আমের বাগান করে সফল হয়েছেন এক আম চাষি। এ পর্যন্ত প্রায় ৫০ মণ আম বিক্রি করেছেন তিনি।

চলতি মৌসুমে মল্লিকা, হিমসাগর, আ¤্রপালি, চোষা, বারি, ফজলি আমের বাগান করেছেন বুড়িরচর ইউনিয়নের সোনাখালী গ্রামের আম চাষি মাঈনুদ্দীন ময়না। ফলন ভালো হওয়ায় বিষমুক্ত এসব আম বিক্রিও হচ্ছে ভালো দামে। এছাড়া এ মৌসুমেই আরো দুশ’ মণ আম বিক্রির আশা করছেন তিনি।

বিষমুক্ত আম উৎপাদন হওয়ায় প্রতিদিন শত শত ক্রেতা মাঈনুদ্দীনের বাগানে এসে আম কিনে নিয়ে যাচ্ছেন। বরগুনাসহ দক্ষিণাঞ্চলে চাষিদের আম চাষে উৎসাহিত করতে সরকারি সহযোগিতা চেয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।

স্থানীয় কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের কারিগরি সহায়তা দেয়ার কথা জানানো হয়েছে।

বিস্তারিত দেখুন বিডিও রিপোর্টে: