চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিলো মুক্তিযুদ্ধের অস্ত্র’

ফরহাদুর রহমান: বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ মুক্তিযুদ্ধে অস্ত্র হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ড. জুলহাস মিয়া। তিনি আরো বলেছেন, বঙ্গবন্ধুর ভাষণে উদ্ভাসিত হয়েই বাংলার দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বিজয় লাভ করে।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে ইউনেস্কো কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৭ মার্চের ভাষণকে ‘ওয়ার্ড ডকুমেন্টারি হেরিটেজ’ হিসেবে ঘোষণা করায় বঙ্গবন্ধু পরিষদের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পরিষদের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. আবু তাহের ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

প্রধান অতিথির বক্তব্যে ড. আবু তাহের বলেন, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসীরা কখনো মুক্তিযুদ্ধ ও দেশ বিরোধী হতে পারেনা। তিনি আরো বলেন, বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু বিএনপি-জামাতপন্থী শিক্ষক নকল বঙ্গবন্ধু পরিষদের নামে প্রচারণা চালাচ্ছে। বঙ্গবন্ধুর ভাষণের এত বড় স্বীকৃতিতে যারা কোন কর্মসূচী দিতে সমর্থ হয়নি, তারা কিভাবে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হয়। মেহেদী হাসান বলেন, বঙ্গবন্ধুর ভাষণ মুক্তিযুদ্ধের প্রেরণা। বঙ্গবন্ধু তার সময়ের পরবর্তী প্রজন্ম নিয়ে ভাবতেন, স্বপ্ন দেখতেন স্বাধীন সোনার বাংলার।

সভায় বঙ্গবন্ধু পরিষদের পক্ষ হতে জিয়া উদ্দিন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ‘বঙ্গবন্ধু স্কয়ার’ স্থাপনের দাবি জানান। এ সময় সভায় উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুল্লাহ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জি এম মনিরুজ্জামান, সাংবাদিকতা বিভাগের প্রধান মাহবুবুল হক ভূইয়া, রসায়ন বিভাগের প্রধান ড. এ কে এম রায়হান উদ্দিন, শিক্ষক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক কাজী ওমর রানাসহ বঙ্গবন্ধু পরিষদ ও শিক্ষক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।