চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বগুড়ায় ছাত্রী ধর্ষণ: কাউন্সিলর রুমকি সহ ৭ জন রিমান্ডে

বগুড়ায় ছাত্রী ধর্ষণের ঘটনায় নারী কাউন্সিলর মারজিয়া হাসান রুমকিসহ ৭ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদের মধ্যে রুমকির চার দিন এবং বাকীদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আসামিদের সোমবার বিকেল ৪টায় বগুড়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট শ্যাম সুন্দর রায়ের আদালতে হাজির করা হলে আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ভুক্তভোগী ছাত্রীর চুল কাটার নাপিত জীবন রবিদাস কে বগুড়ার গাবতলী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

আদালতে হাজির করা আসামিরা হলো- আশা, রুমকি, জিতু, মুন্না, রুপম, দিপু, রুমি, রুনু ও নরসুন্দর জীবন রবিদাস। অন্যদিকে ঘটনার সাথে জড়িত আসামী শিমুলকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

এদিকে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

১৭ জুলাই ওই ছাত্রীকে ক্যাডার দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করে শ্রমিক লীগ নেতা তুফান সরকার। এর পরে কয়েকবার ধর্ষণে তুফানকে সহায়তা করে তার কয়েকজন সহযোগী। বিষয়টি জানতে পেরে তুফানের স্ত্রী আশা ও তার বড় বোন কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকিসহ একদল সন্ত্রাসী শুক্রবার দুপুরে ওই ছাত্রী এবং তার মাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে তাদের মারধর করে মাথা ন্যাড়া করে দেয়।