চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর আব্দুল্লাহপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ-মিছিল করছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে উত্তরা দক্ষিণখানের আটিপাড়া মোড়ে অবস্থিত এপিএস গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিকরা আব্দুল্লাহপুরে সড়ক অবরোধ করে।

উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল গণি চ্যানেল আই অনলাইনকে জানান, বকেয়া বেতন-ভাতার দাবিতে দক্ষিণখানের একটি পোশাক কারখানার শ্রমিকরা আব্দুল্লাহপুরে সড়ক অবরোধ করেছে।

আন্দোলনরত শ্রমিকরা জানান, গত চার দিন ধরে ওই পোশাক কারখানা বন্ধ রয়েছে। বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করে গার্মেন্টস কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে দিয়েছেন।

এর আগে সোমবার রাতে বকেয়া বেতনের দাবীতে এপিএস গার্মেন্টসের শ্রমিকরা অফিসের সামনে সড়ক অবরোধ করে ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করে।