চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বইমেলার বাড়তি আকর্ষণ স্টলগুলোর নান্দনিকতা

পরিসর বৃদ্ধির পাশাপাশি এবারের বইমেলায় দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় বিষয় বইয়ের দোকানের সাজসজ্জা। সাতশত ৫৫টি প্রতিষ্ঠানই নিজেদের প্রকাশনীর স্টলকে বিভিন্ন বিষয়বস্তুর আলোকে সাজিয়েছেন।

প্রতিটি প্রতিষ্ঠানই একেকটি বিষয়বস্তুকে থিম করে স্টল সাজিয়েছে। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের স্টলটি সাজানো হয়েছে বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়ির আদলে।

সোহরাওয়ার্দী উদ্যান অংশের প্যাভিলিয়নগুলো সাজ সজ্জায় এগিয়ে। অন্যপ্রকাশ, সময় প্রকাশন আর জার্নিম্যান বুকসের স্টল নজর কাড়বে মূল চত্বরে।

পাঞ্জেরীর প্যাভেলিয়নটি বই রাখার বিশাল তাকের মতো। লালবাগ কেল্লার আদলে বাতিঘরের স্টল। বাঁশ-বেতের তৈরি কথাপ্রকাশের স্টলের সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা। গ্রন্থমেলার প্রেক্ষাপট যেহেতু মাতৃভাষাকে সম্মান জানানো, সেই বিষয়টিকে তুলে ধরে বাংলা প্রকাশের স্টল। বড় প্যাভিলিয়নগুলোর পাশাপাশি ছোট স্টলগুলোও সাজসজ্জায় পিছিয়ে নেই।

সাজসজ্জায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান পাবে কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার। তবে বইয়ের স্টল সাজানো শুধু যেন ক্রেতা আকর্ষণ বা প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেখানে যেন থাকে মাতৃভাষা আর ভাষা আন্দোলনের প্রেক্ষাপটকে ধারণ করার চেতনাও।

আরও দেখুন জাকিয়া হিমু’র ভিডিও রিপোর্টে: