চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ফ্রান্সের জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ আজ

ফ্রান্সের জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ রোববার। জনমত জরিপ বলছে, প্রথম দফা ভোটে ১১ প্রেসিডেন্ট প্রার্থীর কারো পক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে প্রথম দফায় সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থীকে নিয়ে ৭ মে দ্বিতীয় দফায় ‘রানঅফ ভোট’ অনুষ্ঠিত হবে।

জরিপে দুই দফা মিলিয়ে জয়ের সম্ভাবনায় এগিয়ে আছেন কট্টর ডানপন্থি প্রার্থী ম্যারি লি পেন। জনসমর্থনে তার পরেই আছেন ৩৯ বছর বয়সী এম্যানুয়েল মাক্রোঁর। বিজয়ী হলে মাক্রোঁর হবেন ফ্রান্সের ইতিহাসের কনিষ্ঠতম প্রেসিডেন্ট।

মধ্য-ডানপন্থি ফ্রাঁসোয়া ফিয়ঁ প্রথম দিকের জরিপগুলোতে এগিয়ে থাকলেও, পরে দুর্নীতি বিরোধী তদন্ত শুরু হওয়ায় পিছিয়ে পড়েন। জনপ্রিয়তায় এগিয়ে থাকাদের মধ্যে আরেকজন কট্টর বামপন্থী জঁ লুক মেলাঁশোঁ।

ফ্রান্সের এবারের নির্বাচনের ওপর ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে। কেননা জনপ্রিয়তায় এগিয়ে থাকা লি পেন  একাধারে এই জোট এবং সার্বজনীন মুদ্রা হিসেবে ইউরো’র প্রচলনের ঘোর বিরোধী হিসেবে পরিচিত।