চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ফোরজি সেবার চূড়ান্ত নীতিমালায় প্রধানমন্ত্রীর অনুমোদন

নতুন বছরে দেশবাসীকে ফোরজি উপহার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ফোরজি সেবার চূড়ান্ত নীতিমালায় প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া গেছে।

সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদনের পর পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য বিটিআরসিকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। নতুন বছরেই এই সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেয়া হবে।

তিনি বলেন, থ্রিজি নেটওয়ার্ক চালুর পর যে প্রতিবন্ধকতাগুলো দেখা দিয়েছিলো সেখান থেকে শিক্ষা নিয়ে এবার ফোরজি চালু করা হবে। ফোরজি সেবায় প্রাথমিকভাবে ইন্টারনেটের গতি থাকবে ২০ এমবিপিএস।

প্রতিমন্ত্রী বলেন, মোবাইল ফোন অপারেটররা গাইডলাইনের বিষয়ে ২৩টি মতামত পাঠিয়েছিলো। তার মধ্যে ২২টি সম্পূর্ণভাবে সমাধান করা হয়েছে।