চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফেরির সাথে বালুবাহী কার্গোর সংঘর্ষ, বাস-ট্রাক নদীতে

ফসিউল ইসলাম বাচ্চু: বরিশাল-পিরোজপুর-খুলনা আঞ্চলিক মহাসড়কের পিরোজপুরের কঁচা নদীর বেকুটিয়া-কুমিড়মারা ঘাটে যানবাহন বোঝাই ফেরির সাথে একটি বালু বোঝাই কার্গো জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে ফেরিটি অর্ধনিমজ্জিত হয়ে সেখানে থাকা একটি যাত্রীবাহী বাস ও দু’টি ট্রাক নদীতে পড়ে যায়। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফেরির সুপারভাইজার রফিকুল ইসলাম জানান, রাতে ফেরিটি একটি যাত্রীবাহী বাস ও আটটি ট্রাকসহ পিরোজপুরের কুমিরমারা প্রান্ত থেকে ছেড়ে মাঝ নদীতে পৌঁছার পর কাউখালী প্রান্ত থেকে আসা একটি বালু বোঝাই কার্গেো জাহাজ ফেরিটিকে আঘাত করলে ফেরির নিচের অংশ ফেটে পানি ঢুকতে থাকে।

সারেং দ্রুত ফেরিটিকে বেকুটিয়া প্রান্তের দিকে চালিয়ে নিয়ে যান এবং এটিকে নদীর চরে উঠিয়ে দেন। এসময় ফেরিটির অর্ধেক পানিতে ডুবে কাঁত হয়ে যাওয়ায় একটি গরু বোঝাই ও একটি পল্লী বিদ্যুতের মালবোঝাই ট্রাক ও যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে যায়।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কার্গো জাহাজটিতে আলো ছিল না বলে অভিযোগ করেছেন ফেরিতে থাকা যাত্রীরা।

খবর পেয়ে কাউখালী ও বরিশাল থেকে ফায়ার সার্ভিস ও বরিশাল কোস্টগার্ডের একটি টিম ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালায়।

বুধবার সকালে বরিশাল ফেরি বিভাগের দুইটি ক্রেন ঘটনাস্থলে পৌঁছে ডুবে যাওয়া ফেরি ও ট্রাকগুলোর উদ্ধার কাজ শুরু করে।

এ ঘটনার সুষ্ঠ তদন্ত করতে জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করবে বলে জানিয়েছেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তাফিজুর রহমান।