চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফেব্রুয়ারিতে জঙ্গিদের টার্গেট লেখক ও ব্লগার, সতর্ক গোয়েন্দারা

পুলিশের পর্যবেক্ষণ বলছে, ফেরুয়ারি মাস এলেই জঙ্গিদের টার্গেট হয় কোনো না কোনো লেখক ও ব্লগার। এবার তাই পুলিশ আরো বেশি সতর্ক। আগাম ব্যবস্থা হিসেবে ব্লগার জুলহাস মান্নানের হত্যাকারী এক স্লিপার সেল সদস্যকে গ্রেফতারে চিরুনি অভিযানে নেমেছে ডিবি। ফেব্রুয়ারিকে সামনে রেখে কয়েকজন ব্লগার ও লেখককে দেয়া হুমকি পর্যালোচনাও করছেন গোয়েন্দারা।

২০০৪ সালে ২৭ ফেব্রুয়ারি বইমেলা থেকে বেরিয়ে হামলার শিকার হন লেখক-কবি-গবেষক হুমায়ুন আজাদ। ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি মিরপুরে নিহত হন ব্লগার রাজীব হায়দার। একই কায়দায় ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার পর লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হয়। আগে-পরে জঙ্গি হামলায় নিহত হন আরো কয়েকজন ব্লগার এবং প্রকাশক ফয়সাল আরেফিন দীপন। মামলাগুলোর তদন্তে ঘুরে ফিরে আসে আনসার আল ইসলামের স্লিপার সেল সদস্যদের নাম। বেশিরভাগ মামলার তদন্ত এখন শেষ পর্যায়ে এমন দাবি গোয়েন্দাদের।

গোয়েন্দারা জানিয়েছেন, সামান্য সুযোগ পেলেই নাশকতার চেষ্টা করে জঙ্গিরা। এবিটির আধ্যাত্মিক নেতা মুফতি জসিম উদ্দিন রাহমানী কারাগারে থাকলেও তার অনুসারীরা তৎপর থাকায় নিয়ন্ত্রণে কাজ করছে ডিবি।

https://youtu.be/y7yTmcsepzE