চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফিরে চল মাটির টানে জুনিয়রদের নিয়ে আলু তোলা কর্মসূচি

চ্যানেল আই এর কৃষি কার্যক্রম হৃদয়ে মাটি ও মানুষের ‘ফিরে চল মাটির টানে’ জুনিয়র এর ষষ্ঠ বছরের কার্যক্রম শেষ হয়েছে। এবার অংশ নিয়েছে রাজধানীর আমেরিকান স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্কুলের বাংলাদেশসহ এশিয়ার ৪ টি দেশের ক্ষুদে শিক্ষার্থী।

মুন্সিগঞ্জের কাঁটাখালীর একটি মাঠে তিন মাস আগে আলুর বীজ রোপন করেছিল ১৩ জন ক্ষুদে শিক্ষার্থী। সেই ক্ষেত থেকে আলু তোলা হয়। প্রযুক্তি দিয়ে ফসলের উৎপাদন ব্যয় আর কষ্ট কমিয়ে আনার চিন্তা এই ছোট্ট শিক্ষার্থীদের। ভিয়েতনাম, ফিলিপাইন ও ভারতীয় শিক্ষার্থীরাও বুঝেছে, কৃষিকাজ আরো সহজ হওয়া দরকার। ক্ষুদে শিক্ষার্থীদের কৃষির সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার এই উদ্যোগকে এগিয়ে নিতে চায় জেলা প্রশাসন।

আগামীর খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়নে নতুন প্রজন্মের ভূমিকা গুরুত্বপূর্ণ, মনে করেন অনুষ্ঠান পরিচালক শাইখ সিরাজ। হৃদয়ে মাটি ও মানুষের সার্টিফিকেট আর নিজের রোপন করা আলুর সঙ্গে  কৃষিখাতকে এগিয়ে নেয়ার স্বপ্ন নিয়ে ঘরে ফেরে ক্ষুদে শিক্ষার্থীরা।

এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত ৯টার সংবাদের পর চ্যানেল আই এর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে।

ভিডিও রিপোর্ট :

https://www.youtube.com/watch?v=cIV2iCMlrY8