চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফিরেছেন আমির

ইনজুরি কাটিয়ে পাকিস্তানের একাদশে ফিরেছেন মোহাম্মদ আমির। আরেক পেসার রুম্মন রাইসের জায়গায় ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলবেন তিনি। মহারণে এই একটি পরিবর্তন নিয়েই মাঠে নেমেছে পাকিস্তান। আর সেমিফাইনালের একাদশ নিয়েই খেলতে নেমেছে ভারত।

টস জিতে আগে বোলিং বেছে নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফি  ফাইনালের ইতিহাসে ছয়বারের মধ্যে পরে ব্যাট করা দল পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। টসপর্বে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ বলেন, তার দলের লক্ষ্য তিনশর উপরে রান করা।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

দশ বছর পর আইসিসির টুর্নামেন্টে ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী দুটি দলের লড়াই দেখতে মুখিয়ে বিশ্বের কোটি ক্রিকেটভক্ত।

আইসিসির টুর্নামেন্টে এর আগে কেবল একবার ভারত-পাকিস্তান ফাইনাল হয়েছে। সেটি ২০০৭ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে। জোহানসবার্গে দারুণ লড়াইয়ের পর ৫ রানের নাটকীয় জয় পায় ভারত। প্রথম টি-টুয়েন্টি বিশ্বকাপের শিরোপা ওঠে মহেন্দ্র সিং ধোনির হাতে।

ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, হার্ডিক পান্ডিয়া, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ।

পাকিস্তান একাদশ: আজহার আলী, ফকর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক) ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, সাদাব খান, হাসান আলী, জুনায়েদ খান।