চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ফাইনাল পরীক্ষায়ও বিরাটের টস পাশ

মহারণ, মহাযুদ্ধ। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই এমন উত্তেজনা। সেই উত্তেজনার দিনে টস জিতে আগে বল করবে ভারত। সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষেও টস জিতেছিলেন এই বিরাট কোহলি।

ভারত-পাকিস্তানের মধ্যে এটি হতে যাচ্ছে ১২৯তম ম্যাচ। এর আগে ১২৮ বার লড়াইয়ে পাকিস্তান জিতেছে ৭২ ম্যাচে, ভারত ৫২টিতে। পরিত্যক্ত হয়েছে চারটি ম্যাচ। মুখোমুখি দেখায় ইংল্যান্ডের মাটিতে সবশেষ দুটি ম্যাচে জিতেছে ভারত।

চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরে এসে এবারই প্রথম ফাইনাল খেলছে পাকিস্তান। অন্যদিকে ভারত দুই বার জিতেছে শিরোপা। এক বার পেয়েছে রানার্সআপ ট্রফি। ২০০২ সালে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় ভারত। ২০১৩ সালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে ধোনির দল। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় আসরেই শিরোপার সুযোগ সামনে এসেছিল ভারতের। কিন্তু ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে হেরে সে স্বপ্ন পূরণ হয়নি দলটির। এবার সুযোগ টানা দুইয়ের।