চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফাইনালে উড়ন্ত মুম্বাইকেই পেল পুনে

দ্বিতীয় সুযোগটা ভালোভাবেই কাজে লাগাল মুম্বাই। প্রথম কোয়ালিফায়ারে হারার পর এলিমিনেটর থেকে আসা কেকেআরের বিপক্ষে দাপুটে জয়ে আইপিএলের ফাইনালের টিকিট কেটেছে রোহিত শর্মার দল। শিরোপার জন্য রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে লড়বে ইন্ডিয়ান্সরা।

হারলেই বিদায়। এমন ম্যাচে শক্ত আঁটুনি দরকার ছিল। কিন্তু মাঠে নামার পর কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানের মধ্যে যে তাড়া থাকল, সেটি ফসকা গেরো বললেও কম বলা হবে। গম্ভীর-উথাপ্পাদের দেখে মনে হচ্ছিল তারা বিদায় ত্বরান্বিত করতেই উইকেটে আসছেন-যাচ্ছেন!

আসা-যাওয়ার সেই মিছিলে সর্বোচ্চ সূর্যকুমার যাদবের ৩১। বাকিদের মধ্যে ইশাঙ্ক জাগ্গি ২৮ ছাড়া বলার মত রান নেই কারো ব্যাটে। বিশ ওভারের ম্যাচে ৭ বল হতে রেখেই ১০৭ রানে অলআউট কলকাতা।

কর্ন শর্মা ৪ ওভারে মাত্র ১৬ রানে ৪টি উইকেট নিয়ে কাজের কাজটি করেছেন। জসপ্রিত বুমরাহ ৩টি ও মিচেল জনসন ২টি করে উইকেট নিয়ে তাকে সঙ্গ দেন।

মামুলি লক্ষ্য। এরপরও রান তাড়া করতে নেমে ৪ উইকেট খোয়াতে হল মুম্বাইকে। ১৪.৩ ওভারে এল জয়। ক্রুনাল পান্ডিয়া ৪৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন। রোহিতের ব্যাটে ২৬ রান।

আগামী ২১মে হায়দরাবাদের উপলে রাজীব গান্ধী স্টেডিয়ামে শিরোপার জন্য লড়বে পুনে ও মুম্বাই।