চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

প্রেক্ষাগৃহে হাউজফুল ‘অজ্ঞাতনামা’

ঢাকাসহ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তৌকির আহমেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি অজ্ঞাতনামা। দর্শকরা বলেছেন, বহু পরিচয়ের মধ্যে যে মানুষের মানুষ পরিচয়টিই বড়-মূলত তাই তুলে ধরা হয়েছে অজ্ঞাতনামা চলচ্চিত্রে। সব ধরনের দর্শকদের এ ছবিটি আকৃষ্ট করবে বলে মন্তব্য তাদের।

ইমপ্রেস টেলিফিল্মের ছবি মানেই হাউজফুল প্রেক্ষাগৃহ। তৌকির আহমেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের অজ্ঞাতনামা ছবির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।

প্রবাসে চাকুরির নামে বিভিন্ন প্রতরনা ও প্রবাস জীবনের দুঃ খ গাঁথা নিয়ে চলচ্চিত্র অজ্ঞাতনামা। ছবিটি দেখে দর্শকরা বলেছেন কর্মসংস্থানের আশায় প্রবাসে যেতে ইচ্ছুক মানুষদের সচেতন করবে অজ্ঞাতনামা।

দর্শকরা বলছেন, ছবিটা অনেক সুন্দর, বাংলাদেশের দালালদের যে মুখোশ তা ছবিটিতে উন্মোচন করে দিচ্ছে। অজ্ঞাতনামা চলচ্চিত্র ব্যবসা সফল হবে বলেও আশা করছেন প্রেক্ষাগৃহ সংশ্লিষ্টরা।

বলাকা হলের ম্যানেজার শামুসর আলম রনি বলেন, আশা করছি ছবিটি ব্যবসা সফল ছবি হবে।

অজ্ঞাতনামা ইমপ্রেস টেলিফিল্মে ৯৯ তম প্রযোজনা।