চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রিয়জন বাড়ি ফিরলে আমরা ব্যাকুল হই কেন?

‘হিমু’ ফিরছে। বাড়ি ফিরছে। দূরদেশ থেকে। পাক্কা চব্বিশ মাস পর। দিন পনেরোর জন্য। ফেসবুকে বন্ধুমহলে খবরটা দিলেন তারই এক শুভাকাঙ্ক্ষী। তিনি পোস্ট করলেন, ‘১৫ দিন সে কী করবে? কী কী আয়োজন হবে? বিমানবন্দরে কে কে যাবে? এরকম নানান প্রশ্নের উত্তর খোঁজার জন্য একটি জাতীয় কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।’

এই হিমু হচ্ছেন জুবায়ের কবির তুষার। লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা। তার ‘বুকের মধ্যে বাংলাদেশটা’ রয়েছে। আর রয়েছে এক আকাশ স্বপ্ন। হুমায়ূন আহমেদের এই ভক্ত ‘ক্যানসার হাসপাতাল’ গড়তে চান। ফেসবুকে আত্মপরিচিতিতে তিনি লিখেছেন, তিনি হিমু পরিবহনের ‘হেল্পার’।

তুষারের আসার কথা শুনে ব্যাকুল হয়ে পড়ল বন্ধুরা। ফেসবুকে পাতায় পাতায় উচ্ছ্বাসের ঢেউ আছড়ে পড়ল। এক বন্ধু লিখলেন, ‘তুষার ভাই আসতেসে। হিমু পরিবহনের ঈদ এ বছর তিনটা!’

এমন হিমুর বন্ধু হতে পারাটা আমার জন্যও গর্বের, অহংকারের। তো, সবাই যখন তুষারকে স্বাগত জানানোর জন্য পরিকল্পনা আঁটছিল, আমার মাথায় একটা প্রশ্ন বারবার বাড়ি দিচ্ছিল। প্রিয়জন যখন দূরদেশ থেকে বাড়ি ফিরে, তখন আমরা কেন আকুল হয়ে পড়ি? অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকি তাকে কাছে পাওয়ার জন্য? যেমন তুষার আসছে বলে তার বন্ধুরা, স্বজনেরা উতলা হয়ে উঠল। কিংবা এই যে ঈদে ঢাকা থেকে বাড়ি ফিরছে লাখ লাখ মানুষ; তাদের পরিবারও তাদের ফেরার পথ চেয়ে থাকে অধীর আগ্রহে। কিন্তু কেন? কেন প্রিয়জন বাড়ি ফেরা মানেই বাড়তি ঈদ মনে হয় আমাদের?

২২ জুন রাতে অন্য বন্ধুরা যখন ‘তুষারময় সকালের স্বপ্ন’ দেখছিল, আমি উত্তর খুঁজছিলাম মনোবিজ্ঞানীদের কাছে। যেসব মনোবিজ্ঞানী সুখ নিয়ে কাজ করেন, এমন চারজনকে জিজ্ঞাসা করলাম, ইমেইলে।

২৩ জুন সকাল ছয়টার দিকে, তুষার তখনও আকাশে উড়ছে, তখন আমাকে উত্তর পাঠালেন মনোবিজ্ঞানী মার্ক হোল্ডার। কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার মনোবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক।

সুখানুভূতির বিজ্ঞান নিয়ে গবেষণা করেন মার্ক হোল্ডার। ইমেইলে সে কথার আগে বলে নিলেন, ‘প্রিয় জাহাঙ্গীর সুর, আমি পজিটিভ মনস্তত্ব নিয়ে গবেষণা করি।’

হোল্ডার প্রশ্নের মূল উত্তরে যাওয়ার আগে সুখের উৎস নিয়ে কথা বললেন। তিনি লিখেছেন, ‘যেসব কারণে আমাদের সুখবোধ হয়, তা জনে জনে ভিন্ন ভিন্ন। এবং সুখের ফ্যাক্টরগুলো একেক সংস্কৃতিতে একেক রকম।’

মন
মনোবিজ্ঞানী মার্ক হোল্ডার। ছবি: ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া

‘তবে,’ বিজ্ঞানী মার্ক হোল্ডার বলছেন, ‘একটা গবেষণার সারকথা এখানে সঙ্গত।’

কী সেটা?

হোল্ডার লিখেছেন, ‘বন্ধু, পরিবার ও ভালোবাসার মানুষের সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক আছে। এই সম্পর্কের ওপর নির্ভর করে সুখের অনুভব-অনুভূতি।’

হোল্ডার যোগ করেন, ‘সত্যি বলতে কি, এমন কোনো সুখী মানুষ খুঁজে পাওয়া ভার, যার নাকি স্বাস্থ্যকর ব্যক্তিগত সম্পর্ক নেই।’
তার মানে, তুষার বাড়ি ফিরছে জেনে তারাই উৎসুক হয়েছে যাদের সঙ্গে তার ব্যক্তিগত বা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

মনোবিজ্ঞানী মার্ক হোল্ডার সারমর্ম টেনেছেন, ‘বলতে পারেন, যেহেতু প্রিয়জনরাই আমাদের সুখের সবচেয়ে বড় উৎস, তাই তারা যখন বাড়ি ফেরে আমরা অধীর আগ্রহে ব্যাকুল হয়ে পথ চেয়ে থাকি। আমরা আনন্দে উতলা হয়ে যাই।’